back to top

চট্টগ্রাম থেকে যশোর-নওগাঁর ডাকাতি মামলার ২ আসামি ধরল র‌্যাব

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ০৭:৫৪

চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে যশোর জেলার কেশবপুর থানা ও নওগাঁ জেলার মহাদেবপুর থানায় দায়েরকৃত ডাকাতি মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গোপন সোর্সের তথ্যে দুজনের অবস্থান শনাক্ত করার পর গতকাল বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পৃথক অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার দুজন হলেন, কর্ণফুলী থানার জুলধা এলাকার দানা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন (৩৭) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার চান্দল গজারিয়া থানার জাহাঙ্গীর আলম ভূইয়ার ছেলে মো. রিয়াদ ইয়াসার ভূইয়া (৩২)।

এদের মধ্যে মোহাম্মদ মামুন যশোর জেলার কেশবপুর থানার ডাকাতি মামলার আসামি ও রিয়াদ ইয়াসার ভূইয়া নওগাঁ জেলার মহাদেবপুর থানা ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে বিজ্ঞিপ্তি পাঠিয়ে র‌্যাব জানায়, গতকাল বিকেলে নগরীর বন্দর থানাধীন ফকিরের টেক মোড় এলাকা থেকে যশোর জেলার কেশবপুর থানার ডাকাতি মামলার আসামি মোহাম্মদ মামুনকে এবং দুপুরে নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে নওগাঁর ডাকাতি মামলার আসামি রিয়াদ ইয়াসার ভূইয়াকে গ্রেপ্তার করে র‌্যাবের পৃথক টিম।

গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।