back to top

বাস মালিক সমিতির চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ০৮:৪৯

চট্টগ্রামের একেখান এলাকায় বাস মালিক সমিতির চাঁদাবাজির অভিযোগে আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (বি-১১৪৩) বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

সকাল থেকেই এলাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করেন, মালিক–শ্রমিক সমিতির নিয়ম অনুযায়ী দৈনিক ৫০/৫০ অনুপাতে ১০০ টাকা এবং শ্রমিক মৃত্যু তহবিলে ২০ টাকা নেওয়ার কথা থাকলেও মালিক সমিতির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ২২০ টাকা পর্যন্ত অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে।

তাদের অভিযোগ, শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করেও মালিকপক্ষ চাঁদা উত্তোলন করছে।

জুয়েল, ইব্রাহিম এবং মো. হাসেমসহ কয়েকজন ব্যক্তি শ্রমিক ইউনিয়নের পরিচয় ব্যবহার করে মালিক সমিতির পক্ষেই টাকা তুলছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন এবং আবুল বশরপন্থী নেতৃত্বে থাকা রুহুল আমিনকে সরাসরি দায়ী করছেন শ্রমিকরা।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাহাড়তলি থানা পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক চলাচল স্বাভাবিক করে। তবে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পুলিশ, শ্রমিক ইউনিয়ন এবং বাস মালিক সমিতির প্রতিনিধিদের মধ্যে আলোচনা সত্ত্বেও অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়টি এখনো সমাধানের অপেক্ষায় রয়েছে।

শ্রমিকদের দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।