মাঝরাতে রাস্তায় কুকুরদের খাওয়াতে গিয়ে অপরিচিত ব্যক্তিদের দ্বারা লাঞ্চিত পশ্চিমবঙ্গের তারকা দম্পতি অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তার স্বামী রুদ্রনীল মল্লিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন সায়ন্তনী। ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, রাজডাঙ্গায় পথ কুকুরদের খেতে দিতে গিয়ে স্থানীয় কয়েকজন বয়স্ক মানুষের ক্ষোভের মুখে পড়েন তারা।
তার কথায়, ‘দয়া করে আপনারা এটা দেখুন। এখানকার এই বয়স্ক ভদ্রলোকরা আমাদের ওপর চড়াও হচ্ছেন। এখানে রাস্তায় খেতে দেওয়া যাবে না বলে আমাদের অকথ্য ভাষায় কথা বলছেন।
আমরা এই নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করব।’ ভিডিওটি কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন সায়ন্তনী।
ঘটনাস্থল থেকে লাইভে এসেছিলেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, কুকুরকে খাওয়ানোর সময় কয়েকজন তেড়ে আসছে ইন্দ্রনীলের দিকে।
একপর্যায়ে সৃষ্টি হয় গোলোযোগ। যা দেখে মন্তব্যের ঘরে সায়ন্তনীকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। পুলিশে অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে সায়ন্তনীর ফেসবুক ঘেটে দেখা যায় কয়েকটি স্টোরি দিয়েছেন তিনি। যেগুলো দেখে আন্দাজ করা যায় মাঝরাতে বন্ধুদের সঙ্গে বাইরে খেতে বেরিয়েছিলেন তারকা দম্পতি।
ফেরার পথে রাস্তার সারমেয়দের খাওয়াতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্থানীয়দের।

