চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন রেল গেটের সামনে ট্রেনের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জফির। বয়স ৬০। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাতে ট্রেন আসার সময় রেলগেট বন্ধ করা হয়েছিল। পাশে একটি ফাঁকা দিয়ে তিনি বেরিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।
আরও পড়ুন
পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
