back to top

আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ০৬:৪০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার জেরে আফগান পাসপোর্টধারী ব্যক্তিদের জন্য ভিসা ইস্যু স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (২৮ নভেম্বর) এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি সব ধরনের আশ্রয় আবেদন নিষ্পত্তিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারী সব ব্যক্তির জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

এই সিদ্ধান্ত গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের সংশ্লিষ্টতার প্রেক্ষিতে নেওয়া হয়েছে।

ওয়াশিংটনে গুলির ঘটনার পটভূমি
ঘটনায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত এবং অন্যজন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হোয়াইট হাউসের কাছে টহলরত অবস্থায় সারাহ বেকস্ট্রম ও অ্যান্ড্রু উলফকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছিলেন লাকানওয়াল।

সিআইএ নিশ্চিত করেছে, ২০২১ সালে পশ্চিমা বাহিনী আফগানিস্তান ছাড়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং পূর্বে আফগানিস্তানে সিআইএর হয়ে কাজ করতেন।

আইনি পদক্ষেপ ও কঠোরতা
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, লাকানওয়ালের বিরুদ্ধে হত্যা ও সশস্ত্র হামলার দুটি অভিযোগ আনায় হয়েছে।

অন্যদিকে, ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো শুক্রবার বলেন, “মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থে” সকল আশ্রয় আবেদন নিষ্পত্তিও স্থগিত করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন— ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পুনঃপর্যালোচনা করা হচ্ছে

১৯টি দেশের আবেদন আলাদাভাবে যাচাই-বাছাই চলছে

তিনি “তৃতীয় বিশ্বের সব দেশ” থেকে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন

তবে ‘তৃতীয় বিশ্ব’ বলতে কোন কোন দেশকে বোঝানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখা দেননি ট্রাম্প।

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যহীন, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং “পশ্চিমা সভ্যতার সঙ্গে অসংগতিপূর্ণ” যে কোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হবে।

গত অক্টোবরে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ২০২৬ সালে মাত্র ৭ হাজার ৫০০ শরণার্থী গ্রহণ করা হবে—যা ১৯৮০ সালের পর সর্বনিম্ন।