নোয়াখালীর চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর নুরানী হাফেজিয়া মাদ্রাসায় শনিবার ভোররাতে (রাত ৪:৩০ মিনিটে) তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় এক ছাত্র মৃত্যুবরণ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, নামাজের সালাম ফিরেই ঐ ছাত্র ঢলে পড়ে। পাশে থাকা অপর ছাত্র ঢলে পড়া ছাত্রকে বুকে তুলে নেন।
এক পর্যায়ে অবস্থার বেগতিক দেখে কয়েকজন ছাত্র তাকে কোলে তুলে দৌড়ে বিছানায় নিয়ে যায়। মুহূর্তেই ঐ ছাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, মাদরাসার হেফজ বিভাগের ছাত্ররা ভোররাতে তাহাজ্জুদের নামাজ আদায় করছিল।
নামাজরত অবস্থায় হাফেজ বিভাগের ছাত্র আকরাম হোসেন (১২) মৃত্যুবরণ করেন। ঐ ছাত্র লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে।
তিনি আরও জানান, নিহত আকরাম ১৬ পারা কুরআনে হাফেজ। এই ঘটনায় মাদ্রাসাসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।
