back to top

চট্টগ্রামে ই-পারিবারিক আদালতের উদ্বোধন

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ০৭:০০

বিচার ব্যবস্থাকে আধুনিক ও জনগণের জন্য সহজ করে তুলতে চট্টগ্রামে চালু হয়েছে ই-পারিবারিক আদালত

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

উদ্বোধন অনুষ্ঠানে লিয়াকত আলী মোল্লা বলেন, ই-পারিবারিক আদালত দেশে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর একটি বড় পদক্ষেপ।

ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ আদালতে মামলার আবেদন থেকে প্রতিদিনের কার্যক্রম—সবই অনলাইনে সম্পন্ন হবে। থাকবে না কোনো কাগজের ব্যবহার। বিচার প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের এ পারিবারিক আদালতের মাধ্যমে আইনি সেবা প্রদানে নতুন দিগন্তের সূচনা হলো। ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি মেনুয়্যালি কার্যক্রম ও থাকবে। তবে ই-পারিবারিক আদালতে নথি হারানোর শঙ্কা কম থাকবে।

বিচার প্রার্থীদের যেকোনো মামলার নথি অল্প সময়ের মধ্যে বের করা সম্ভব হবে। অন্যদিকে হয়রানি ও অনেক অংশে কমবে।

ই-পারিবারিক আদালতে বিচারপ্রার্থীদের মামলার আবেদন দ্রুত নিষ্পত্তি এবং অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। বিচারকার্য হবে স্বচ্ছ ও ঝামেলামুক্ত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পেপারলেস আদালত। বিচারকার্যকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সফটওয়্যার প্রস্তুত রাখা হয়েছে।