back to top

অক্সিজেন মোড়ে বস্তিতে আগুন

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

তাৎক্ষনিক আগুন চারপাশে ছড়িয়ে পড়লে বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে—তা তদন্তের পর জানা যাবে।