দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ক্রিকেটের কোনো এক সংস্করণে সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি।
ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শতরান হাঁকিয়েছেন কোহলি, ছাড়িয়ে গেলেন নিজেকেই।
রায়পুরে বুধবার (৩ ডিসেম্বর) কোহলির করা সেঞ্চুরি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি আছে শচীনের।
এক সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিও (টেস্টে ৫১টি) লিটল মাস্টারের। সব সংস্করণ মিলিয়ে সেঞ্চুরিতে শচীন অবশ্য অনেক এগিয়ে। তার ১০০ সেঞ্চুরির বিপরীতে কোহলির সেঞ্চুরি ৮৪টি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ বলে ১০২ রান করে আউট হন কোহলি। ৭টি চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রানের পাহাড়সম স্কোর গড়ে ভারত।
কোহলি ছাড়াও সেঞ্চুরি পেয়েছেন নিয়মিত ভারত দলে সুযোগ না পাওয়া রুতুরাজ গাইকোয়াড়। ৮৩ বলে ১০৫ রান করে আউট হন তিনি।
এছাড়া ৪৩ বলে ৬৬ রানে অপরাজিত থেকে বড় অবদান রাখেন লোকেশ রাহুল।
ক্যারিয়ারে ১১তম বারের মতো ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। যা কোনো একজন ক্রিকেটারের পক্ষে সর্বোচ্চ।
র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার খুব কাছেও তিনি। শীর্ষে থাকা রোহিতের চেয়ে মাত্র ৩২ রেটিং পয়েন্ট দূরে কোহলি। তথ্য এনডিটিভির।
