চট্টগ্রামের হাটহাজারীতে কাঠবোঝাই চাঁদের গাড়ির ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
নিহত এমরান চৌধুরী উক্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। নিহত এমরান ও আহত আরিফ সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদুল ইসলাম।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি জানান, ঘটনার রাতে এমরান চৌধুরী ও একই বাড়ির মো. মুছার ছেলে চবি ছাত্রদল নেতা আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় পথে পেছন থেকে আসা কাঠবোঝাই একটি দ্রুতগতির চাঁদের গাড়ি (চট্টগ্রাম-খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে এবং তারা দুজন ছিটকে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন বলে জানান ওই ছাত্রদল নেতা।
নিহত এমরান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী ছিলেন।
তার মৃত্যুতে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাটহাজারী ইটভাটা মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শিমুলসহ নানা শ্রেণিপেশার মানুষ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) বাদ জোহর চারিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
