back to top

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৫:২২

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্ত অঞ্চল আজ ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানায়, কম্পনের কেন্দ্র ছিল আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা।

আলাস্কার রাজধানী জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে এ এপিসেন্টারের অবস্থান।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)–এর হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্পটি যথেষ্ট শক্তিশালী ছিল এবং বহু মানুষ এর কম্পন অনুভব করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।