চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে শহিদুল বুইশ্যা চক্রের অন্যতম সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসী ইমন হোসেনকে (২২) একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে চান্দগাঁও থানার একটি আভিযানিক দল বাড়ইপাড়া এলাকায় হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছে সিএমপি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া ইমন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের হয়ে অস্ত্র বহন ও নানা অপরাধে সক্রিয় ছিল।
অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ইমন হোসেনের বিরুদ্ধে একই আইনে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
পুলিশ বলছে, পলাতক অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
