back to top

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকান কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:২২

সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে শিমুল ধর (৫৬) নামের একটি জুয়েলারি দোকানের কর্মচারী নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমুল ফটিকছড়ি উপজেলার মৃত আশুতোষ ধরের ছেলে এবং স্থানীয় বাজারের রহমান জুয়েলার্সের কর্মী বলে জানা গেছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রাশেদ জানান, রবিবার রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে নিহত হন শিমুল ধর। তিনি স্থানীয় একটি জুয়েলারি দোকানের কর্মী।

তিনি আরো জানান, ঘটনার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।