back to top

আমাকে মাফ করে দিবেন,চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৯:১৬

“আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।”

কথাগুলো লেখা ছিলো একটি চিরকুটে। আর একই কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলো এক প্রবাসীর স্ত্রীর নিথর দেহ।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়ির একটি কক।স থেকে চিরকুটসহ ওই প্রবাসীর স্ত্রীর মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।।

মৃত গৃহবধুর নাম আয়েশা সিদ্দীকা (১৯)। তিনি ওই বাড়ির ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার হয়।

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান।

স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

ফটিকছড়ি থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ-আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে।

নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ ও তদন্তের ভিত্তিতে এবং ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন পুলিমের এ কর্মকর্তা।