back to top

ব্যাডমিন্টন কোর্টে আগুন জ্বালিয়ে জন্মদিন উদযাপন,অতঃপর…

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১৬

কক্সবাজারের টেকনাফে ব্যাডমিন্টন খেলার মাঠে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন ‘আত্মস্বীকৃত’ এক মাদক কারবারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শো-অফের জন্য আয়োজন করা এই বিপজ্জনক স্টান্টে ব্যবহার করা হয় দামি মোটরসাইকেল, যা আগুনের তাপে পুড়ে যায়। মোটরসাইকেলটির দাম কয়েক লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার সময় শতাধিক লোকজন উপস্থিত থাকলেও কেউ আহত হননি এবং আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি।

রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এই ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ আয়োজনটি করেছেন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে মোহাম্মদ শাহ আজম। যিনি এলাকায় ‘আজম সরকার’ নামে পরিচিত।

আলোচিত এই শাহ আজম ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা ১০২ জন মাদক কারবারির অন্যতম ছিলেন।

তিনি নিজেকে মাদক ব্যবসায় জড়িত ব্যক্তি হিসেবে স্বীকার করে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু এখনও তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।

এ ঘটনা নিয়ে জানতে শাহ আজমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আগুন জ্বালিয়ে এক ইয়াবা কারবারির জন্মদিন পালনের বিষয়টি জেনেছি। এ বিষয়ে খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।