সৌদি আরব অমুসলিম বিদেশি নাগরিকরা মাসে অন্তত ৫০ হাজার রিয়াল আয়কারী অমুসলিম প্রবাসীরা মদ কিনতে পারবেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, রিয়াদে অবস্থিত দেশের একমাত্র মদের দোকানে ঢুকতে হলে ক্রেতাদের অবশ্যই বেতনের সনদ দেখাতে হবে।
গত বছর দোকানটি কেবল বিদেশি কূটনীতিকদের জন্য চালু হয়েছিল। পরে প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়া অমুসলিমদের জন্যও কেনার সুযোগ বাড়ানো হয়। এ বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি।
জানা গেছে, রিয়াদের দোকানে মাসভিত্তিক পয়েন্ট-অ্যালাউন্স সিস্টেমে মদ কেনার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও দুটি শহরে নতুন মদের দোকান তৈরির কাজ চলছে।
সৌদি আরবে সামাজিক বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবেই এ নীতি পরিবর্তন এগোচ্ছে।
রিয়াদকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রতিযোগিতামূলক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিদেশি দক্ষ জনবল ও মূলধন আকর্ষণে দেশটি এমন উদ্যোগ নিচ্ছে।
গত কয়েক বছরে সৌদি আরব নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, জনসমক্ষে বিনোদন, সঙ্গীত ও মেলামেশার অনুমতি দিয়েছে এবং পর্যটন উৎসাহিত করেছে।
ইসলাম ধর্মের জন্মভূমি ও পবিত্র দুই মসজিদের দেশটিতে আধুনিকায়নের এই যাত্রা অত্যন্ত সংবেদনশীল হলেও তা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
