back to top

হাসপাতালের গেইটের বাইরে অচেনা মরদেহ, উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:১৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে পড়ে ছিলো ষাটোর্দ্ধ বয়সী অচেনা এক বৃদ্ধের মরদেহ।

স্থানীয়দের কাছ তথ্য পেয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দুপুরে এ তথ্য নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন ভাসমান ও অসুস্থ লোক পড়েছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

পরে পাঁচলাইশ থানার চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

মৃত ব্যক্তি পরিচয়বিহীন। তাকে হাসপাতালে এনে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।