back to top

চট্টগ্রামে পলিথিন কারখানায় অভিযান, ৩৭৫ কেজি জব্দ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০০:৩০

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শাহজালাল আবাসিকে একটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে খাজা এন্টারপ্রাইজ নামক কারখানা থেকে ৩৭৫ কেজি পলিথিন জব্দ করে অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালযের পরিচালক সোনিয়া সুলতানা।

তিনি বলেন, অভিযান পরিচালনা করে প্রায় ৩৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালযের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান, পরিদর্শক মো. মনির হোসেন, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।