back to top

কেডিএস এক্সেসরিজের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩০

কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার, সিইও দেবাশীষ দাশপাল, প্রধান অর্থায়ন কর্মকর্তা (সিএফও) বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং কোম্পানির ৩৪ বছরের পথচলায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘কোম্পানির দীর্ঘ পথচলায় স্টেকহোল্ডারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেয়ারহোল্ডারদের সমর্থন অব্যাহত থাকলে কেডিএস এক্সেসরিজ আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করবে।’

গত অর্থবছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, চলতি বছরের ৩০ জুনে নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং আগামী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সভা শেষে সিইও দেবাশীষ দাশপাল ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।