back to top

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ১০৫ মণ ঘনচিনি জব্দ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৩

চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা আমদানি নিষিদ্ধ ১০৫ মণ ঘনচিনির (সোডিয়াম সাইক্লাইমেট) চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার এনবিআর জানিয়েছে, চট্টগ্রাম কাস্টমসের একটি দল চালানটি জব্দ করার খবর নিশ্চিত করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকার কেরাণীগঞ্জের ‘এজাজ ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দিয়ে একটি কন্টেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে চীন থেকে।

গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস।

গত ৬ নভেম্বর চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এতে দুই ধরনের পণ্য পাওয়া যায়। যার নমুনা কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, ত ৬ নভেম্বর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

ল্যাব প্রতিবেদনে ‘পলি অ্যালুমিনিয়ামের’ সঙ্গে ‘সোডিয়াম সাইক্ল্যামেটের’ সন্ধান পাওয়া যায়।

কন্টেইনারটিতে ৪২০০ কেজি ঘন চিনি ও ১৭ হাজার ৮০০ কেজি ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ পাওয়া গেছে।

ঘনচিনি সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুসারে নিষিদ্ধ। এ চালানের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর দুইটি পৃথক চালানে ১০০ টন ঘনচিনির দুইটি চালান আটক করে কাস্টম হাউস।