back to top

চট্টগ্রামে ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৭

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে সৈয়দ আহমদ শিমুল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানের দিল খুশ জ্যুস বারের স্টাফ পুনম বড়ুয়ার কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার সৈয়দ আহমদ শিমুল মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কেওয়ালীঘাট এলাকার মো. নাসির আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি জানান, এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ পেয়ে সৈয়দ আহমদ শিমুলের বিষয়ে তদন্ত করা হয়।

সে এনএসআই সদস্য কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রাম মেট্রো এনআএসআইকে অবহিত করলে তারা নিশ্চিত করেন তিনি ভুয়া।

এ তথ্য পেয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।