দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই লটারি প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।
ফেসবুক পেজের লাইভ স্ট্রিমিং এবং অনলাইন পোর্টালের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবেন।
ভর্তি আবেদন গ্রহণ চলে গত ৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নির্ধারণ করা হবে।
লটারি সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
ফলাফল প্রাপ্তির পর প্রতিষ্ঠান প্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির ই-মেইলে পাঠাবেন এবং একই সঙ্গে মাউশিকে অবহিত করবেন।
চলতি বছর সরকারি-বেসরকারি মোট ৪ হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি।
এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি বিদ্যালয়ে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি স্কুলে আসন রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।
পুরো ভর্তি প্রক্রিয়া এ বছরও কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।


