বান্দরবানের থানচি উপজেলার গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চাষের জমি থেকে ৪ কেজি গাঁজাসহ এক চাষীকে আটক করতে সক্ষম হয়।
আটক চাষীর নাম থনরুই ম্রো (২২)। তিনি থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাখয় ম্রো কমান্ডার গ্রামের বাসিন্দা নিয়াপিও ম্রো-এর সন্তান।
বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাখয় ম্রো কমান্ডার গ্রামের অদূরে গহীন জঙ্গলে প্রায় ২ একর উঁচু নিচু পাহাড়ি জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়।
এ সময় জুম বাগানের গাঁজা গাছগুলো ধ্বংস করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে পরে থানচি থানায় সোপর্দ করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।


