মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। আহত হয়েছেন আরও ৬৮ জন।
এএফপির বরাত দিয়ে স্থানীয় ত্রাণকর্মীরা জানিয়েছেন, বিমান হামলা বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তবর্তী ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে চালানো হয়।
ত্রাণকর্মী ওয়াই হুন অং এই হামলাকে ‘খুবই ভয়াবহ’ আখ্যায়িত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা নিশ্চিতভাবে ৩১ জন, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের সংখ্যাও ক্রমেই বাড়ছে।
হাসপাতালের বাইরে রাতের বেলায় সাদা কাপড়ে ঢেকে রাখা মৃতদেহ সারিবদ্ধভাবে রাখা অবস্থায় দেখা গেছে।
মিয়ানমারের সামরিক জান্তা চলতি মাসের শেষ দিকে হওয়া নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে।
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলমান গৃহযুদ্ধে প্রতি বছর বিমান হামলার সংখ্যা ক্রমেই বেড়েছে।
সামরিক সরকার নির্বাচনের মাধ্যমে সংঘাত থেকে বেরিয়ে আসার আশ্বাস দিলেও বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোটকে বন্ধ করার অঙ্গীকার করেছে।
এ অবস্থায় সামরিক বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে।
হামলার বিষয়ে এখনো জান্তার মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
