back to top

হালিশহরে মধ্যরাতে কবরস্থানে চুরি

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৩

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরের পুরাতন সাইড পাড়া কবরস্থানে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তরা কবরস্থানের ভেতরে রাখা মাইকের যন্ত্রপাতি, সাউন্ড বক্স ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কবরস্থানের গেটে থাকা তালা কেটে ভেতরে ঢোকে চোর চক্র।

সকালে দায়িত্বশীলরা এসে দেখতে পান তালা ভাঙা এবং সমস্ত সাউন্ড সিস্টেম উধাও। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, কবরস্থানের আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং রাতের পাহারা দুর্বল হওয়ায় প্রায়ই অপরাধমূলক ঘটনা ঘটছে।

তারা দ্রুত চুরির সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কবরস্থানের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।