চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খানের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুজনকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাজী মো. ইমন হোসেন (২৩) এবং মো. সুজন (২৪)।
পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছিল (মামলা নং– ০৮(১২)২০২৫, ধারা ৩৪২/৩০৭/৪২৭/৫০৬/৩৪)।
মামলা দায়েরের পর থেকেই ডিবি পশ্চিমের একটি বিশেষ টিম আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার ঘটনায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, পূর্ব-পরিকল্পনা অনুযায়ী তিনজন মিলে মোটরসাইকেলযোগে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে।
এসময় সুজন তার হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ির সামনে অংশে কোপ মারলে গ্লাস ভেঙে যায়।
তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি চিৎকার করে “গুলি কর, গুলি কর” বলে উস্কানি দিচ্ছিল। তবে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করলে তারা দ্রুত পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায়, জনৈক ব্যক্তির নির্দেশে তারা হামলা চালায় এবং তার ব্যক্তিগত মোটরসাইকেলও ব্যবহার করে।
কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে পুরো ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলেও তারা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার মূল পরিকল্পনাকারীসহ পলাতক আরেক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
