back to top

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৩৮৯৫ পিস ইয়াবাসহ ২ নারী আটক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩৮

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসব ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাগুরা জেলার গোপীনাথপুর এলাকার অভিজিৎ সরকারের মেয়ে সীমা বিশ্বাস (৩৩) এবং একই জেলার সদর থানার সংকোচখালী এলাকার আল আমিন হোসেনের মেয়ে রুপালী খাতুন (২৮)।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, কক্সবাজার থেকে ট্রেনে করে চট্টগ্রামে মাদক আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সন্দেহভাজন দুই নারীর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

গ্রেপ্তার দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।