back to top

উখিয়ায় স্বর্ণের দোকান থেকে স্বর্ণ চুরির পর চট্টগ্রামে ধরা পড়ল সেই চোর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪৭

কক্সবাজারের উখিয়া সদরের মালতী জুয়েলার্সে নামক একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় অভিযুক্ত চোরকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গোপন সোর্সের তথ্যমতে বিশেষ অভিযান পরিচালনা করে আশরাফ আলী প্রকাশ বাছা (৪২) নামের অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তপু বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরে স্থানীয় সনজিত ধরের মালতী জুয়েলার্স থেকে দুঃসাহসিক কৌশলে দুটি স্বর্ণের বাক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চোরচক্র।

পরদিন ৪ ডিসেম্বর সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ভুক্তভোগী সনজিত ধর জানান, আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করেছিলাম এবং থানায় অভিযোগ দিয়েছিলাম।

সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন ফলে আজ একজন অপরাধী ধরা পড়ল। আশা করছি দ্রুত বাকিরাও ধরা পড়বে এবং আমি স্বর্ণগুলো ফিরে পাব।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।