দুর্নীতির অভিযোগে ভারতের চার ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)।
শুক্রবার অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি নামের এ ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় সংস্থাটি।
২০২৫ সালের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
এ ঘটনায় চার ক্রিকেটারের নামে রাজ্য পুলিশের অপরাধ শাখায় এফআইআরও দায়ের করেছে এসিএ। অভিযুক্ত চারজনই বিভিন্ন সময়ে আসামের হয়ে খেলেছেন।
এসিএ সেক্রেটারি সনাতন দাস জানান, অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট তদন্ত শুরু করে।
এসিএ ফৌজদারি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগের প্রমাণ মিলেছে।
আসামের লিগ ম্যাচগুলো ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হয়েছে। দলটি সুপার লিগ পর্বে উঠতে পারেনি।
নিষেধাজ্ঞা থাকাকালে এই চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট কিংবা এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমেও থাকতে পারবেন না।


