back to top

নির্বাচন পেছাবে না: ইসি সানাউল্লাহ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৭

নির্বাচন ঘিরে চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও নির্বাচন পিছানোর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, ওসমান হাদিকে গুলি করার মতো চোরাগুপ্তা হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

ইসির এই কর্মকর্তা বলেন, দুই জায়গায় নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। ‌ডেভিল হান্টে যারা বিভিন্ন সময় আটক হয়েছে, তারাই আবার জামিন পাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, চোরাগুপ্তা হামলা হয়েছে সেটা কোনো বড় পরিকল্পনার অংশ কি না- এ বিষয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে।

যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতি আইন শৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে বলা হয়েছে।

সানাউল্লাহ আরও বলেন, ‌চোরাগুপ্তা হামলা বন্ধে ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যারা আমাদের পাশে বন্ধু সেজে দাঁড়িয়েছে, তাদের প্রতি নজর রাখতে হবে।

বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে চোখ খোলা রাখার আহ্বান জানান তিনি।

ইসি বলেন, নির্বাচনী পরিবেশ যাতে সহনীয় থাকে, কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।