back to top

চট্টগ্রামে আগুনে পুড়ছে ঝুটের গুদাম

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:০৯

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর গণমাধ্যমকে বলেন, একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিস্তারিত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পরে জানানো যাবে।