back to top

পতেঙ্গায় আ’লীগ কর্মী মাসুদ পারভেজ সানি গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৮:০৫

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের কর্মী মাসুদ পারভেজ সানি (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ১০টার সময় যৌথ অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।