back to top

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী,প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৫:২৮

দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে পরিবর্তন এসেছে। বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য, বর্তমান প্রধান বিচারপতি আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছর পূর্ণ হওয়ায় সংবিধান অনুযায়ী অবসরে যাবেন।

এরপর আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করাবেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কর্মজীবন:

আইনজীবী হিসেবে শুরু:
তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালত এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিচারক হিসেবে নিয়োগ:
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন।

আপিল বিভাগে পদোন্নতি:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা:
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর উচ্চতর মাস্টার্স সম্পন্ন করেন।নতুন প্রধান বিচারপতির হাত ধরে বিচার বিভাগের স্বাধীনতা এবং দীর্ঘদিনের ঝুলে থাকা মামলা জট নিরসনে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।