আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে খেজুর আমদানিতে শুল্ক কমানো এবং মেট্রোরেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে।
খেজুর আমদানিতে বড় ছাড়:
রমজান মাসে খেজুরের চাহিদা ও বাজারমূল্য সাধারণের নাগালের মধ্যে রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গত ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া, গত বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী খেজুরসহ সব ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে এবং গত বছরের ৫০ শতাংশ ছাড়ও বহাল রাখা হয়েছে।
এনবিআর আশা করছে, এই পদক্ষেপের ফলে রমজানে খেজুরের সরবরাহ বাড়বে এবং দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি ৩০ জুন পর্যন্ত:
অন্যদিকে, সাধারণ যাত্রীদের যাতায়াত খরচ সাশ্রয়ী করতে এবং পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করতে মেট্রোরেলের ভ্যাট অব্যাহতি সুবিধা বাড়ানো হয়েছে।
বর্তমান এই সুবিধা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। এর ফলে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মেট্রোরেলের ভাড়ায় অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না যাত্রীদের।
উল্লেখ্য, পূর্বের ঘোষণা অনুযায়ী এই ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ চলতি ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। সরকারের নতুন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন নিয়মিত মেট্রোরেল ব্যবহারকারীরা।


