back to top

ভারতে বাংলাদেশি দুই টাকা মূল্যমানের ৬০ হাজার নোট উদ্ধার

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:০৩

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে অভিযান চালিয়ে বাংলাদেশি ২ টাকা মূল্যমানের ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে কাস্টমস ।

এগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেলো সেটি এখনো নিশ্চিত না।

একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান, দুই যুবক নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে। থামতে বললে তারা থামার ভান করে, কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টান দেয়।

কাস্টমস কর্মকর্তারা ওই দুইজনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন। ওই সময় তারা বাংলাদেশি টাকার বাণ্ডিলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়।

বাণ্ডিলসহ নিজেদের জিম্মায় নিয়ে তারা দেখতে পান সেখানে ৬০ হাজার নোট অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা আছে। প্রাথমিক তদন্তে দেখা যায় এগুলো একদম নতুন নোট এবং কখনো ব্যবহার করা হয়নি।

রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস বলেছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরা ছিলেন। তিনি জানিয়েছেন, এরআগে রাইগঞ্জে এত পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হয়নি।

সূত্র -টেলিগ্রাফ ইন্ডিয়া

ইউডি