back to top

মাকে দেখতে এভারকেয়ার যাচ্ছেন তারেক রহমান

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭

মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ স্থল থেকে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে দিকে রওনা দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে।

তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই-সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেওয়া যাবে না।

তিনি বলেন, আমি আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান। আমি এ প্ল্যান বাস্তবায়ন করতে চাই।