back to top

আনন্দ মিছিল শেষে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি,অতঃপর মৃত্যু

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে আয়োজিত আনন্দ মিছিলে সক্রিয় সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন আবুল বশর (৬০) নামে এক প্রবীণ নেতা।

মিছিল শেষে নেতাকর্মীরা যখন ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে (জিয়া স্মৃতি সংসদ) বিশ্রাম নিতে বসেন, ঠিক তখনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তীব্র হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ঘটনার বিবরণ নিহত আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার আহম্মদ সোবহানের ছেলে এবং ইছাখালী ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।

দলের নিবেদিত প্রাণ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শোক প্রকাশ করে বলেন, “আবুল বশর চাচা আমাদের দলের অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন।

এই বৃদ্ধ বয়সেও তিনি প্রতিটি দলীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। নেতার ফেরার দিনে তাঁর এই চলে যাওয়া আমাদের জন্য বড় শোকের।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, মিছিলে অংশ নেওয়া একজন বিএনপি নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর তারা পেয়েছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রিয় নেতার দেশে ফেরার দিনে এই প্রবীণ কর্মীর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।