back to top

মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮, আহত ১৬

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪৪

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ১৬ জন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে আরও কয়েকজন মারা যান।

তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা ঢাকা সদরঘাটে চলে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৌদ্ধ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানাতে পারেননি।

বাবু লাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল।

ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনাঘটে।

আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯–এর মাধ্যমে জাকির সম্রাট-৩–এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।