back to top

তারেক রহমানের ছবি শেয়ার করে কনকচাঁপার আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।

মাতৃভূমিতে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি।

মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে বইছে আলোচনার জোয়ার।

তারেক রহমানের দেশের মাটি স্পর্শ করার একটি প্রতীকী ছবি শেয়ার করে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্পর্শ মানুষের অনেক রকম অনুভূতির মধ্যে শ্রেষ্ঠতম অনুভূতি হলো স্পর্শ মানুষ আশরাফুল মাখলুকাত। তাই আল্লাহ তাকে স্পর্শ ইন্দ্রিয়র মাধ্যমে বিশাল শক্তি দিয়েছেন।

স্পর্শ আল্লাহর বিশেষ দান। মায়ের স্পর্শে সন্তান বেঁচে থাকে। তেমনি চোখে না দেখেও সন্তান মাকে স্পর্শ না করেই টের পায় যে মা কাঁদছেন! কতটা তৃষ্ণা পেলে এমন নিয়মের বেড়াজাল ভেঙে একমুঠ মাটি ছোঁয়ার ইচ্ছা বাস্তবায়ন করা যায়।’

তিনি যোগ করেন, ‘এই যে পারিবারিক ভাবেই নেতা হয়ে জন্ম নেওয়া মানুষটি যিনি অসাধারণ সৌভাগ্য নিয়েই জন্মেছেন। যার বাবা-মা দুজনই শক্তিমান, অবিসংবাদিত, দুর্লঙ্ঘ্য, আপোশহীন জনপ্রিয় নেতা।

সেই মানুষটি দীর্ঘদিন দুর্দান্ত দুর্দশার মধ্য দিয়ে অনেক পরিণত পরিশীলিত নেতায় পরিণত হয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

এই শৈত্যে প্রবাহের প্রতিকূল আবহাওয়ায় বিনিদ্র রাত জেগে কোটি ভক্ত তাঁকে অভিবাদন জানালেন।

সেই ভক্তকুলের দুঃখ দুর্দশা, চাওয়া পাওয়াও তিনি যেন এভাবে স্পর্শ না করেই তৃতীয় ইন্দ্র অথবা তৃতীয় নয়ন দিয়েই বুঝে যান, সেই শুভকামনা রইল।’

কনকচাঁপা আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি একজন নেতা দিনে দিনে পরিশীলিত হয়ে ওঠে শান দেওয়া ছুরির মতো তীক্ষ্ণ ক্ষুরধার হয়ে ওঠে তাঁর বুদ্ধিমত্তা, কিন্তু নেতা আসলে জন্ম নেয়।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সত্যিই জন্মগতভাবেই নেতা।

আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তাঁকে সুখী, সমৃদ্ধ সুরক্ষিত, আনন্দিত সুস্থ জীবন দান করুন যাতে করে তিনি শান্তিমতো নতুন বাংলাদেশ গড়তে পারেন।’