back to top

মায়ানমারে পাচারকালে ৯ হাজার লিটার ডিজেলসহ আটক ৯

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৩

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর বুধবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করা হয়।

তল্লাশিকালে বোটটিতে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোটে থাকা ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ডিজেল, পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।