back to top

কোকোর কবর জিয়ারত করেছেন তারেক জিয়া

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৩১

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : বাবার কবর জিয়ারতের পরদিন ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর ২টার দিকে বনানী কবরস্থানে পৌঁছান তিনি। এরপর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

এসময় সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। একদিন পরে কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

ইউডি