back to top

বাবার আসনেই ফাইনাল সাঈদ আল নোমান

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:১০

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম-১০ আসনে বিএনপি থেকে  চূড়ান্ত মনোনয়ন পেলেন প্রয়াত মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলের পক্ষ থেকে নগরীর দুইটি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

জানা যায় , চট্টগ্রাম -১০ আসনটিতে আবদুল্লাহ আল নোমান বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন । সাংসদ হয়ে চার দলীয় জোট সরকারের বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । আবদুল্লাহ আল নোমান জীবিত থাকলে মনোনয়ন চাইলে তবে হয়ত কোন চিন্তা ভাবনা ছাড়াই তাকে আসন দিত কেন্দ্র । তবে তাঁর মৃত্যু এবং পরবর্তীতে সেই আসনে সাঈদ আল নোমান মনোনয়ন চান। কিন্তু  আসনটিতে  বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তার ছেলে ইস্রাফিল খসরুকে দিয়ে নির্বাচন করাতে আগ্রহী হলে বিষয়টি ঘোলাটে হয় উঠে ।

এমন পরিস্থিতিতে গত ৩ নভেম্বর বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১০ আসনে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়। আর দলের এ সিদ্ধান্তে সাঈদ আল নোমানকে নিয়ে রাজনীতি পাড়ায় আলোচনার সৃষ্টি হয়। প্রশ্ন উঠে , বাবা না থাকায় সাঈদ আল নোমান কি তবে বাদ পড়তে যাচ্ছেন বিএনপির রাজনীতি থেকে ?

শেষ পর্যন্ত আমীর খসরুকে তার পুরনো সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল। আর দল সাঈদ আল নোমানকে চূড়ান্ত করেছে চট্টগ্রাম -১০ আসনে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার পর সাঈদ আল নোমানকে চট্টগ্রাম-১০ আসনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে সাঈদ আল নোমান জানান, “দলের পক্ষে আমাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ এবং এর সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”

উল্লেখ্য, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে মোট ১৫টিতে দলের প্রার্থীতা চূড়ান্ত করল বিএনপি। বাকি আসনে দলের পক্ষে প্রার্থী থাকবে নাকি মিত্রদের কাউকে ছেড়ে দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন।

ইউডি