back to top

ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫৫

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে পুলিশের ধারনা তারা আত্মহত্যা করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় অপর এক ব্যক্তি আহত হন।

নিহতরা মা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রনি বেগমের বাড়ি সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়। তিনি সকালে ছেলেকে নিয়ে সোনাতলা আসছিলেন।

তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে ট্রেনের ধাক্কায় মা ছেলের মৃত্যু হয়েছে। এ সময় ওই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।