back to top

হাদি হত্যায় জড়িত দুইজন ভারতে গ্রেফতার

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৭:৫৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) মেঘালয় পুলিশের পক্ষ থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সামি ও পুত্তি নামে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই ভারতীয় হত্যাকারী ফয়সালকে সীমান্ত পার করতে সহযোগিতা করেছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, ফয়সাল মেঘালয় বা আসামের মধ্যে গা ঢাকা দিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ফয়সালের আসল তথ্য পাওয়া যাবে।
আজ রবিবার হাদি হত্যা মামলার বর্তমান অগ্রগতি তুলে ধরে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএমপি) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত। এর ফলে আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত পার হতে সক্ষম হয়। ফয়সালসহ আরো একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে।

ইউডি