back to top

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারী নিহত

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৫:০৪

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার জানান, ঘটনাস্থলটি বন্যহাতির চলাচলের একটি নিয়মিত পথ।

ওই সময় বন্যহাতির একটি দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন নারীটিকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, বন্যহাতির আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে বন্যহাতির চলাচল নিয়ে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হাতির চলাচলের পথ চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।