টেকনাফ থেকে কক্সবাজার শহরে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় বিশেষ অভিযান পরিচালনা করে ৯২ হাজার ৬শ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
এ সময় মাদক কারবারে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার এবং ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ইয়াবাভর্তি গাড়িটি রেখে আত্মগোপন করা রেজাউল করিম (৩২) নামে এক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডেইলপাড়ার আব্দুর রহিমের ছেলে। পলাতক গাড়ির চালক একই এলাকার মো. হাফেজের ছেলে আব্দুল্লাহ (৩৪)।
সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানা যায়, টেকনাফের ডেইলপাড়া থেকে একটি বড় ইয়াবা চালান কক্সবাজারে আনা হচ্ছে। এরপর থেকে থানার কয়েকটি টিম মাঠে নেমে লিংকরোড রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসায়।
গাড়িতে থাকা মাদক কারবারিরা চেকপোস্টের খবর পেয়ে জেলা শহরে ঢুকে যান। পরে গাড়িটি জেলা প্রশাসক কার্যালয় মসজিদের পাশে রেখে পালিয়ে যান।
অভিযানকালে রেজাউলকে আটক করা হয় এবং তার দেখানো স্থানে থাকা প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গাড়ির পেছনের অংশে থাকা ৪৬টি পোটলা পরীক্ষা করলে দেখা যায়, প্রতিটি পোটলায় ২০০০ করে ইয়াবা পাওয়া গেছে।
এছাড়া একটি পোটলায় আরও ৬০০ পিস ইয়াবা মিলেছে। সব মিলিয়ে ৯২,৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিমকে সংশ্লিষ্ট আইনে মামলা দেখিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
গাড়ির চালক আব্দুল্লাহ ও আরও কয়েকজনকে সহযোগী আসামি করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


