back to top

পিএইচপি গেইটে ধরা পড়েছে নিষিদ্ধ আ’লীগ নেতা শফিউল!

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরারের সোনার পাড়া পিএইচপি গেইট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. শফিউল আলম।

গত ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান পরিচালনার সময় গ্রেপ্তার হয় এ নেতা।

আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সীতাকুণ্ড থানাধীন বড় কুমিরারের সোনার পাড়া পিএইচপি গেইট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. শফিউল আলম (৪২)কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।