back to top

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠান ও জানাজায় যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটান ও মালদ্বীপ থেকেও মন্ত্রীরা ঢাকায় আসছেন।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।