জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তারের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে।
সালমার আইনজীবী স্বামী সানাউল্লাহ নূরে সাগর ফেসবুকে লিখেছেন, সালমার কাছ থেকে আলাদা হয়ে গেছি।
গতকাল সন্ধ্যায় আরেক পোস্টে তিনি লিখেছেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে।
একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম।
আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।
এদিকে বিচ্ছেদ প্রসঙ্গে সালমা বলেন, বিচ্ছেদ হয়েছে। তবে এর কারণ প্রসঙ্গে বিস্তারিত বলতে চাই না। আমি সাগরকে সম্মান করি, তিনি আমার মেয়ের বাবা। শ্রদ্ধাবোধটা সারা জীবন থাকবে।
সালমা জানান, সামনে তিনি গান নিয়েই ব্যস্ত থাকতে চান। ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে সাগরকে বিয়ে করেন সালমা।
এর পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এই গায়িকা। তাদের ঘরে সাফিয়া নামে এক কন্যা সন্তান রয়েছে।
উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা।
এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।


