বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ভবনের গ্রিল কেটে আইসিটি ও প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে নিয়ে গেছে ল্যাপটপ, চার্জার ও প্রজেক্টর।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের দিঘীর পাড়ে হাঁটতে গিয়ে এ বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, চোরের দল লোহার গ্রিল কেটে ভবনে প্রবেশ করে আইসিটি কক্ষের তালা ভেঙে ৬টি ল্যাপটপ ও ১০টি চার্জার এবং ২টি প্রজেক্টর নিয়ে গেছে। এছাড়া আমার কক্ষে ঢুকে সমস্ত কাগজপত্র এলোমেলো করে ফেলেছে। সবমিলিয়ে ৪ লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে ধারণা করছি।তিনি জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয় পাহারায় একজন নৈশপ্রহরী ছিলেন। তার চোখ ফাঁকি দিয়ে এ ঘটনা ঘটেছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে